ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই বাইক আরোহী নিহত প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মণ্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)।

নিহত সোহাগের চাচা আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম বলেন, তিন দিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে ৬টার দিকে রাজবাড়ি থেকে রাজন আর সোহাগ বের হয়। পরে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যায় তারা। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছে।

আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, তিন দিন আগে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিতে যান রাজন। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেন। সকালে তারা সেই মোটরসাইকেল দুর্ঘটনাতেই মারা গেল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, সকালে আলিপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।