ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাতার যাওয়া আর হলো না রুবেলের, ট্রাকচাপায় ঝরল প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
কাতার যাওয়া আর হলো না রুবেলের, ট্রাকচাপায় ঝরল প্রাণ

সিলেট: সিলেট-সুনামগঞ্জ সড়কে নগরের উপকণ্ঠ টুকেরবাজারে ট্রাকচাপায় রুবেল আহমদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাসুক মিয়া (৩০) নামে আরেক যুবক।

বৃহস্পতিবার (১৪ মার্চ) পৌনে ৬টার দিকে ইফতারের আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ রফিক আহমদের ছেলে। আহত মাসুক মিয়া ঘটনাস্থলের পার্শ্ববর্তী টুকেরগাও এলাকার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত যুবককে পুলিশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত রুবেলের চাচা সোহেল আহমদ জানান, কয়েকদিন পর কাতার যাওয়ার কথা ছিল রুবেলের। তার দুই ভাই কাতার প্রবাসী। ১৮ মার্চ তার ভিসা কনফার্ম হওয়ার কথা ছিল। রুবেল মাদরসায় লেখাপড়া করেছিলেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।