বরিশাল: মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ২৩ জেলেকে আটক করা হয়েছে। সেই সঙ্গে তাদের কাছে থেকে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দিনভর হিজলা উপজেলাধীন মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ।
রাতে বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আটক ২৩ জেলের ওপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ পরিচালিত মোবাইল কোর্ট চালানো হয়। কোর্ট তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এছাড়া অবৈধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলেও জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
অভিযানে হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এমএস/এফআর