ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় প্রেসে আগুন নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
পুরান ঢাকায় প্রেসে আগুন নিয়ন্ত্রণে 

ঢাকা: প্রায় শোয়া এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।

 

শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  

এর আগে রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৯টা ৩৮ মিনিটে রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় শোয়া এক ঘণ্টার চেষ্টার পর রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

** পুরান ঢাকায় প্রেসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।