ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনার অভয়াশ্রমে অভিযান, অবৈধ জাল-ট্রলার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
মেঘনার অভয়াশ্রমে অভিযান, অবৈধ জাল-ট্রলার জব্দ

বরিশাল: অভয়াশ্রম নিরাপদ রাখার লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন।

শুক্রবার (১৫ মার্চ) দিনভর হিজলা উপজেলার গোবিন্দপুর, হরিনাথপুরের মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন অংশে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ।

এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি বলেন, অভিযানে একটি পাই জাল, দুইটি ট্রলার, ৩০ লিটার ডিজেল (দাহ্য পদার্থ), জাটকাসহ ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

জব্দ করা মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি ট্রলার ও ডিজেল নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে রাজস্ব জমা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানে হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আমিনসহ তার টিম সার্বিক সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।