ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মাটিবোঝাই একটি ট্রাকচাপায় আলআমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাত ২টার দিকে বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আশকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবির মামুন বাংলানিউজকে জানান, রাতে ওই যুবক মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় মাটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি রাম্তায় পড়ে যান এবং ওই ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত আলআমিন বিমানবন্দর এলাকায় ভাসমানভাবে ছিল। তবে তার পরিচয় পাওয়া গেছে। আলআমিনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাকরনগর গ্রামে। বাবার নাম মৃত হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।