ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া যুবক মনসুর আলীর (৩০) শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে  বলেন, যুবকের মরদেহ কালিয়াকৈর উপজেলা প্রশাসনের মাধ্যমে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এছাড়া তার দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস বিস্ফোরণে ৩৫ জন দগ্ধ হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় শফিক খান তার বাসায় গ্যাস শেষ হলে নতুন গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে ওই গ্যাস সিলিন্ডার লাগানোর সময় সিলিন্ডারের চাবি খুলে গ্যাস বের হতে থাকে। এ অবস্থায় সিলিন্ডারটি তিনি বাইরে রাস্তায় ছুড়ে ফেলে দেয়। এ সময় গ্যাস ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে পাশেই রান্না করা চুলার আগুন থেকে সিলিন্ডারসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই রাস্তায় থাকা এবং আশপাশের কমপক্ষে ৩৫ জন আগুনে দগ্ধ হয়।

এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মনসুর আলীর মৃত্যু হয়। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
আরএস/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।