ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে ১৫০ টাকায় মিলছে ব্যাগভর্তি বাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
বোয়ালমারীতে ১৫০ টাকায় মিলছে ব্যাগভর্তি বাজার

ফরিদপুর: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে ১৫০ টাকায় ব্যাগভর্তি নিত্যপণ্যের বাজার পাচ্ছেন দরিদ্র জনগণ।  

মঙ্গলবার (১৯ মার্চ) রমজানের অষ্টম দিনে বোয়ালমারী পৌরসভা সদরের চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ চত্বরে এ কর্মসূচি করতে দেখা গেছে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকির তত্ত্বাবধায়নে একদল যুবক এর আয়োজন করেছেন।  

কমদামে এই নিত্যপণ্যের বাজার প্রতিদিন দুপুর ২টা-৫টা পর্যন্ত কেনাবেচা চলবে। রমজান মাসের শেষদিন পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন উদ্যোক্তারা।

১৫০ টাকার বাজার তালিকায় রয়েছে- দেড় কেজি আলু, ৫০০ গ্রাম করলা, ১ কেজি বেগুন, কাঁচামরিচ ২৫০ গ্রাম, টমেটো ৫০০ গ্রাম, খেজুর ২৫০ গ্রাম, ছোলা ২৫০ গ্রাম ও মিষ্টি কুমড়া এক ফালি।  

১৫০ টাকায় ব্যাগভর্তি বাজারের উদ্যোক্তারা হলেন- বোয়ালমারী উপজেলা ক্যাবের সভাপতি মহব্বত জান চৌধুরী, কাপড় ব্যবসায়ী নাজমুল বিশ্বাস, চাল ব্যবসায়ী ফরিদুল ইসলাম, কেরামত আলী, যুবলীগ কর্মী জাহিদুল ইসলাম, তন্ময় ইসলাম আকাশ, শাহ নেওয়াজ চপল, দাউদ মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ওহিদুল হক উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, কাঁচামাল ব্যবসায়ী মেহেদী হাসান, সোবহান প্রমুখ।  

কমদামের বাজার নিতে আসা কুশাডাঙ্গা গ্রামের কৃষক সাইদ শেখ বলেন, কমদামে বাজার পেয়ে আমি খুবই খুশি। রমজানে মালামালের দাম বেশি থাকায় প্রতিনিয়ত এরকম বাজার চালু থাকলে আমাদের মতো গরিব মানুষের জন্য অনেকটাই উপকার হয়।  

বাজার নিতে আসা চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের শাকিল বলেন, ১৫০ টাকায় ৩০০ টাকার বাজার পেয়ে আমাদের শ্রমজীবীদের জন্য কিছু টাকা হলেও সাশ্রয় হচ্ছে। এই বাজারের উদ্যোগ নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাই।  

কমদামের বাজারের তত্ত্বাবধানকারী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি বলেন, সারা বছর বিভিন্নভাবে আমরা টাকা পয়সা রোজগার করি। কয়েকজন যুবক ভাবলাম আমরা বর্তমান সিন্ডিকেটের কারসাজির বিরুদ্ধে কমদামে রমজান মাস উপলক্ষে কিছু নিত্যপণ্যে মেহনতি মানুষে কাছে বিক্রি করি। সেই লক্ষ্যে নিয়ে আমাদের এ কর্মসূচি শুরু করেছি। ১৫০ টাকায় আমরা যে বাজার মানুষের হাতে তুলে দিচ্ছি, এগুলো বাইরে থেকে কিনতে গেলে ৩০০ টাকা লাগবে। ভর্তুকি হিসেবে রমজান মাসের শেষদিন পর্যন্ত আমরা এ কার্যক্রম চালিয়ে যাব -ইনশাল্লাহ।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।