ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্কুল কর্মচারীর ‘রাজকীয়’ বিদায়

সুনীল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
স্কুল কর্মচারীর ‘রাজকীয়’ বিদায়

কক্সবাজার: ছেলের বয়সী শিক্ষার্থীও তাকে ‘মোস্তফা ভাই’ সম্বোধন করেন। আবার অনেক সিনিয়র শিক্ষকও ডাকেন মোস্তফা ভাই।

পুরো নাম মোস্তফা কামাল। তিনি কক্সবাজারের রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি)। প্রায় ৪০ বছরের কর্মজীবন শেষে অবসরজনিত কারণে এ প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছেন তিনি। সবার মায়া, মমতা ভালোবাসা আর আন্তরিকতায় একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর বিদায় অনুষ্ঠান হয়ে উঠলো রাজকীয়।

বুধবার (২০ মার্চ) দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষক পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরুল হোসাইন। অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সহিদুল্লাহ, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. আব্দুল হালিম, মো. বখতেয়ার আহম্মদ, সাবেক ছাত্র এস এম জাফর ও সুনীল বড়ুয়া প্রমুখ।

আর গলায় ফুলের মালা পরিয়ে অনুষ্ঠানের মধ্যমনির আসন অলংকৃত করেন মোস্তফা কামাল। অনুষ্ঠানে মোস্তফা কামাল নিজে কাঁদলেন। আবার অনেক শিক্ষক, সাবেক শিক্ষার্থীও আবেগাপ্লুত হয়ে মায়ার জলে চোখ ভিজিয়েছেন।

অনুষ্ঠানে সহকর্মী, সাবেক শিক্ষার্থী অনেকে তার কর্মময় জীবনকে শ্রদ্ধায় স্মরণ করেছেন, প্রশংসায় পঞ্চমুখ করেছেন। উপহার সামগ্রী দিয়ে সম্মান জানিয়েছেন।

অনুষ্ঠানে সবাই কমবেশি একটি কথাই বলেছেন, মোস্তফা কামাল একজন সৎ ও ভালো মানুষ ছিলেন।  ভালো আমানতকারী ছিলেন। যুগযুগ ধরে তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন।

কাজের ক্ষেত্র যতই ছোট হোক না কেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করলে মানুষের অপার ভালোবাসা লাভ করা যায় মোস্তফা কামাল তাই প্রমাণ করল।

কয়েকশো শিক্ষার্থী ছাড়াও অনুষ্ঠানে প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম, মো. আব্দুর রশিদ, মো. এনামুল হক, নাজনীন আকতার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম, অর্পিতা চৌধুরী, রুপম কুমার দাশ, অরুন দে, নিজাম উদ্দিন, ইমরুল কায়েস, মো. রমজান আলী, জজ বাহাদুর দে, নাসরীন নূর, শিপন বড়ুয়া, আমেনা আক্তার, মো. জসীম উদ্দিন ইয়াসমীন আকতার, মেজবাহ উদ্দিন, মো. খাইরুল প্রমুখ।

সবার একই ভাষ্য, একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর বিদায়ও ভালোবাসা ও শ্রদ্ধার আবরণে রাজকীয় হতে পারে। তা তার নিজ কর্মগুণেই তিনি অর্জন করেছেন। সমাজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত
স্থাপনকারী সেই মোস্তফা কামালেরা আজীবন বেঁচে থাকুক আমাদের সমাজে।

বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম বলেন, একজন মানুষ ৪০টি বছর এ প্রতিষ্ঠানের জন্য শ্রম দিয়েছেন। তা চারটি খানি কথা নয়। এ বিদ্যালয় যতদিন থাকবে ততদিন মোস্তফা কামালের কর্মকে স্মরণ করবে রামুবাসী।

রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরুল হোছাইন বলেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম তখনও তাকে মোস্তফা ভাই ডাকতাম, আর এখনও তাকে মোস্তফা ভাই ডাকি।

ছাত্র শিক্ষক, ছোট বড় সবার কাছে সমান জনপ্রিয় মোস্তফা ভাই এ কথা জানিয়ে এ শিক্ষক বলেন, আজকের অনুষ্ঠান প্রমাণ করে এ বিদ্যালয়ের জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন।  

সাবেক প্রধান শিক্ষক মো. সহিদুল্লাহ বলেন, জীবনের বেশিরভাগ সময় মোস্তফা কামাল এ স্কুলের জন্য দিয়ে গেছেন। সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রামুকে, রামুর মানুষকে ভালোবেসে ফেলেছিলেন মোস্তফা কামাল। এ স্কুলের প্রতিটি ধূলিকণা মোস্তফার অবদানককে স্মরণ করবে। নিজ বাড়িতে গিয়ে তার অবসরকালীন সময় ভালো কাটুক এ প্রত্যাশা করি।

রামুর প্রবীণ শিক্ষক আব্দুল হালিম বলেন, একজন মানুষ কতটা ভালোবাসলে তার বিদায় অনুষ্ঠানে এ রকম আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবই তার কর্মগুণে সম্ভব হয়েছে। মোস্তফা ছোট চাকরি করেছেন। কিন্তু তার অবদান রামুবাসী আজীবন মনে রাখবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।