ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
নারায়ণগঞ্জে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর এলাকায় সড়কে ছিনতাইকালে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২২ মার্চ) সকালে গোগনগর এলাকায় এ ঘটনার পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত ছিনতাইকারীরা হলেন- নারায়ণগঞ্জ সদর থানা এলাকার জল্লারপাড়া মসজিদ গলির রবিন গাজী (২৬), শহীদ নগর মেম্বার গলির মহিউদ্দিন (২৮), গোপচর বড় মসজিদের অনিক হাসান (২৮) ও বন্দর থানা এলাকার বাসিন্দা নয়ন (৩২)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, তারা সড়কে ছিনতাই করতো। ছিনতাইকালে তাদের স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এমআরপি/এফআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।