ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালিদ হোসেন (৩০) নাম এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার দর্শনার মদনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত খালিদ মদনা গ্রামের ইকার উদ্দীনের ছেলে।  

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, শুক্রবার সকাল থেকে দর্শনার মদনা গ্রামের বশির মণ্ডলের বাড়ির ছাদে ভুট্টা শুকানোর কাজ করছিলেন শ্রমিক খালিদ। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর থাকা ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে যায় খালিদ। এতে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় একটা অপমৃত্যু মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।