ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবীতে ফয়সাল হত্যাকাণ্ড: কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
পল্লবীতে ফয়সাল হত্যাকাণ্ড: কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৫ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীতে মাদক ও গ্যাং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ফয়সাল হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের লিডার পলাতক মূল আসামি ও হত্যাকারী টান আকাশ ও গালকাটা রাব্বিসহ জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

শুক্রবার (২২ মার্চ) নরসিংদী ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তবে বাকি আসামিদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।  

এ ব্যাপারে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল-আমিন জানান, শনিবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

** মাদক-গ্যাং আধিপত্য নিয়ে দ্বন্দ্বে খুন হন ফয়সাল

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।