ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
দিনাজপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে 

দিনাজপুর: দিনাজপুরে নাশকতা মামলায় বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রশিদ কালুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

রোববার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন্ট রায় এ আদেশ দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩১ অক্টোবর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তৈয়বপুর গ্রামে মালবোঝাই করা একটি ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতা-কর্মীরা। এই ঘটনায় ট্রাকচালক লিটন বাদী হয়ে বিএনপি নেতা বজলুর রশিদ কালুসহ বিএনপির ১৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে একটি নাশকতা মামলা দায়ের করেন। রোববার বজলুর রশিদ কালু সেই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা ২৪ মার্চ, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।