ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

জামালপুরে ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৭:৪৩ পিএম, মার্চ ২৪, ২০২৪
জামালপুরে ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

জামালপুর: জামালপুরে বিভিন্ন ট্রেনের ৮১টি আসনের ৩৭ টিকিটসহ আরিফ (২২) নামে এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে গোয়েন্দা পুলিশ।  

রোববার (২৪ মার্চ) দুপুরে জেলার মেলান্দহ রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার আরিফ একই জেলার মেলান্দহ উপজেলার ফুলছেন্না গ্রামের রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে আগেও একটি টিকিট কালোবাজারি মামলা রয়েছে।  

রেলওয়ে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেলান্দহ রেল স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত টিকিট কালোবাজারি আরিফকে বিভিন্ন ট্রেনের ৮১টি আসনের ৩৭টি টিকিটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।  

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। টিকিট কালোবাজারি বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

এর আগে আরিফের বিরুদ্ধে টিকিট কালোবাজারি সংক্রান্ত একটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসআরএস

বাংলাদেশ সময়: ৭:৪৩ পিএম, মার্চ ২৪, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।