ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরার মহম্মদপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
মাগুরার মহম্মদপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু বাংলানিউজ ফাইল ছবি

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা পৌনে ৪টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া ও চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম মীর্জা মুহিত বেগ তন্ময় (২২)। তিনি কোরআনের হাফেজ ছিলেন। তন্ময় একই এলাকার কৃষক মীর্জা জালাল উদ্দীন বেগের ছেলে।

অপরজনের নাম মো. উমেদ আলী শেখ (২০)।  তিনি একই ইউনিয়নের চরপাড়া গ্রামের  মো. আফরান শেখের ছেলে। আলী শেখ পেশায় কৃষক ছিলেন।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস বলেন, বিকেলে বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখে হাফেজ তন্ময় কেটে রাখা গম বাড়িতে আনতে মাঠে  যান। একই সময় চরপাড়ার মাঠে ধানক্ষেতে সেচের পানি দিচ্ছিলেন কৃষক আলী। এ সময় বজ্রপাতে উভয়ই আহত হন। পরে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুল ইসলাম জানান, এ ঘটনায় উভয় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।