ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে গান পাউডারসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ১০০ গ্রাম গান পাউডারসহ একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার দুপুরে (২৮ মার্চ ) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ অভিযানের সত্যতা নিশ্চিত করে।

এর আগে বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর বাগবাড়ীটোলা গ্রামে অভিযান চালায় র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।
আটক ব্যক্তি একই এলাকার  মৃত মাহাতাব আলীর ছেলে মো. ফজলুর রহমান ফটিক (৩৫)।

র‌্যাব-৫ এর অধিনায়ক মারুফ হোসেন খান জানান, সম্প্রতি সময়ে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে হত্যাসহ নানা অপ্রীতিকর ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তি  একটি বাজারের ব্যাগে এসব বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) বোমা তৈরির উদ্দেশে মজুদ করেছিল বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় সদর থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।