ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসের কাচ ভেঙে পড়ল শরীরে, রক্তক্ষরণে প্রাণ গেল যাত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
বাসের কাচ ভেঙে পড়ল শরীরে, রক্তক্ষরণে প্রাণ গেল যাত্রীর

ঢাকা: রাজধানীর বকশিবাজারে বাসের গ্লাস ভেঙে পেছনের সিটে বসা তোফাজ্জল হোসেন (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বকশিবাজার ফজলে রাব্বি হলের সামনের সড়কে চলন্ত বাসে এ দুর্ঘটনা ঘটে।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে অপর যাত্রীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মুশফিকুর নামে এক যুবক জানান, ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের যাত্রী ছিলেন তোফাজ্জল। বাসের পেছনে সিটে বসা ছিলেন তিনি। বাসটি বকশিবাজার ফজলে রাব্বি হল অতিক্রম করার সময় রাস্তায় থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের পেছন দিক ধাক্কা লাগে। এতে গ্লাস ভেঙে বাসের পেছনের সিটে বসা তোফাজ্জলের ওপর পড়ে। এ সময় তার মুখমণ্ডল ও শরীর থেকে রক্ত ঝরতে থাকে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।