ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইফতারের পর সড়কে দাঁড়িয়ে ১ কেজি গাঁজা বিক্রি করতেন তিনি

অতিথি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
ইফতারের পর সড়কে দাঁড়িয়ে ১ কেজি গাঁজা বিক্রি করতেন তিনি গ্রেপ্তার মো. আলফাজ হোসেন

সাভারের আশুলিয়ায় ইফতারের পর সড়কে দাঁড়িয়ে নিয়মিত গাঁজা বিক্রি করতেন মো. আলফাজ হোসেন (২৪) নামের এক যুবক।  

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ মার্চ) ইফতারের পর গাঁজা বিক্রির সময় আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পেছনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ১০ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়।  

রোববার (৩১ মার্চ) দুপুরে গ্রেপ্তার আলফাজকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান এসব তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, আলফাজ ইফতারের কিছুক্ষণ পর থেকে গাঁজা বিক্রি শুরু করেন। প্রতিদিন প্রায় ১ কেজি গাঁজা বিভিন্ন আকারের পোটলা বানিয়ে মাদকসেবীদের কাছে সরবরাহ করতেন। মাসে ৩০/২৫ কেজি গাঁজা মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলফাজ পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদককারবারি আলফাজকে আজ আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।