ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
জামালপুরে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

জামালপুর: জেলার বকশীগঞ্জে স্ত্রী সঙ্গে মায়ের কথা কাটাকাটি ঘটনায় ছেলের দায়ের কোপে রাবিয়া খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে মো. জাহিদকে (২৫) আটক করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুরে পৌর এলাকার মালিরচর সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন ওই এলাকার মৃত হযরত আলী দানবের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুপুরে জাহিদের মায়ের সঙ্গে স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিলেন। এ সময় বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মাকে মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া পথে মারা যান তিনি।

বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ছেলে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।