ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ ও নববর্ষের শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ ও নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা জিএম কাদের

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, রোববার (মার্চ ৩১) জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বাংলা নববর্ষ-১৪৩১ এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরের কার্ড জি এম কাদেরের একান্ত সচিব শামসুল ইসলামের কাছে দুপুরে জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধী দলীয় উপনেতা ইসলাম মাহমুদ এমপির একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে পৌঁছে দেন।

এ ছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের ব্যক্তিগত কর্মকর্তার কাছে বাংলা নববর্ষ -১৪৩১ এবং পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা কাজ পৌঁছে দেন।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।