ঢাকা: রাজধানী ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হতে চুরি ও ছিনতাইকৃত অবৈধ মোবাইলফোন চোরাকারবারি চক্রের হোতাসহ ২০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। তবে কারো নাম ও পরিচয় জানায়নি র্যাব।
সোমবার (১ এপ্রিল) রাজধানীর গুলিস্তান, শনির আখড়া, মোহাম্মদপুর, খিলগাঁও এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় আইএমইআই পরিবর্তন করার ডিভাইসসহ প্রায় ১ হাজার বিভিন্ন ব্র্যান্ডের দেশি ও বিদেশি স্মার্টফোন উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চুরি ও ছিনতাইকৃত অবৈধ মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতাসহ ২০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড় ১১ টার দিকে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
এমআইএইচ/এসএএইচ