ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কচুয়া বাজারে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
কচুয়া বাজারে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া বাজারে আগুন লেগে সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।  

সোমবার (১ এপ্রিল) রাত ২টার দিকে কচুয়া থানা সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এতে ঈদকে সামনে রেখে নতুন পোশাক সামগ্রীসহ প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।  

পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ফারহানা গার্মেন্টস, জাহাঙ্গীর স্টোর, নুর ওয়াচ, রিপন কসমেটিকস, জাকারিয়া স্টোর, আবদুর রহমান স্টোর ও বিসমিল্লাহ টেলিকম।  

কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহতাব মন্ডল জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কচুয়া বাজারটি ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।  

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।  

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহযোগিতার আশ্বাস দেন ইউএনও এহসান মুরাদ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।