ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে অতিরিক্ত দামে পোশাক-জুতা বিক্রি করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
শিবচরে অতিরিক্ত দামে পোশাক-জুতা বিক্রি করায় জরিমানা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে তৈরি পোশাকসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত মূল্য রাখাসহ নানা কারণে তৈরি পোশাক, জুতার দোকানসহ ছয়টি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে শিবচর পৌরবাজারে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।  

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণে মঙ্গলবার দুপুরে শিবচর পৌরবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পণ্যের দাম অতিরিক্ত রাখা, পণ্য ক্রয়ের ভাউচার না থাকা, বাইরের পণ্যে নিজেদের ট্যাগ লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রিসহ নানা অনিয়মের কারণে পোশাকের শোরুম ফাস্ট রেটকে ৪০ হাজার, ইয়েস পয়েন্টকে ১০ হাজার, শামীম পাঞ্জাবিকে পাঁচ হাজার, মাই-লা সুজকে পাঁচ হাজার, কিরণ টেইলার্সকে পাঁচ হাজার এবং সানমুন ক্লোথ স্টোর অ্যান্ড টেইলার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, অতিরিক্ত মূল্যসহ নানা অনিয়মের কারণে জামা-কাপড়, জুতা ও টেইলার্সের দোকানে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।