ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
নীলফামারীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় ১৮০ বোতল ফেনসিডিলসহ মঈনুল হক (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে সোমবার (১ এপ্রিল) রাতে ওই উপজেলার দোন্দিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মঈনুল একই জেলার ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলনপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জলঢাকা উপজেলার দুন্দীবাড়ী এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি মঈনুলকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ওসি মুক্তারুল আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঈনুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।