ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্নীতিবাজরা এখন রাস্তার মাঝ দিয়ে হাঁটে: দুদক চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
দুর্নীতিবাজরা এখন রাস্তার মাঝ দিয়ে হাঁটে: দুদক চেয়ারম্যান

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ বলেছেন, আগে দুর্নীতিবাজরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো, এখন রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে কাদের সঙ্গে রাখব, সেটাও দেখতে হবে।

তবে দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার (২ এপ্রিল) রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) স্মরণিকা ‘সুপথ’-এর মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমনের বিষয়ে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ আরও বলেন, অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিবাজরা দুর্নীতি করার পরও নিজেদের দুর্নীতিবাজ মনে করে না। সমাজে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।

এ সময় র‌্যা‌কের স্মরণিকা ‘সুপথ’- এর স‌ঙ্গে সং‌শ্লিষ্ট সব সদস‌্যকে শু‌ভেচ্ছা জানান তিনি।  

দুদক চেয়ারম‌্যান ব‌লেন, স্মর‌ণিকা‌টি খুবই সুন্দর হ‌য়ে‌ছে। র‌্যা‌কের সব সদস‌্যকে ধন‌্যবাদ জানাই। দুর্নী‌তি প্রতি‌রোধে দুদ‌কের স‌ঙ্গে র‌্যাকও এক‌যোগে কাজ ক‌রে যা‌বে এমন প্রত‌্যাশা করি।

অনুষ্ঠানে দুদক কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন বলেন, মামলার চার্জশিট ছাড়াও প্রতিরোধের কাজ এগিয়ে নিতে হবে। পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিয়ে খবর প্রকাশ করুন। যাতে আমরাও ঘটনার গভীরে পৌঁছাতে পারি।

র‌্যাক সভাপতি জেমসন মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।