ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাপ নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে, সোমবার উড়বে পুলিশের ড্রোন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
চাপ নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে, সোমবার উড়বে পুলিশের ড্রোন

সিরাজগঞ্জ: ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা বাড়তে থাকলেও কোন চাপ নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে। চাপ নেই সিরাজগঞ্জের অপর তিন রুটেও।

এদিকে গত ২৪ ঘণ্টা সেতুর ওপর দিয়ে ২৫ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। যা স্বাভাবিকের তুলনায় ৭-৮ হাজার বেশি।  

সোমবার (৮ এপ্রিল) থেকে উড়বে পুলিশের ড্রোন ক্যামেরা।  

রোববার (৭ এপ্রিল) সকাল থেকেই স্বাভাবিক দিনের তুলনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশি দেখা যায়। মহাসড়কটির মুলিবাড়ি, কড্ডার মোড় ও নলকা এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির সংখ্যা বেশি দেখা যায়। তবে গাড়ির গতি ছিল স্বাভাবিক। কোথাও কোনো যানজট বা ধীরগতি চোখে পড়েনি।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঈদে ঘরে ফেরা মানুষবাহী গাড়ির সংখ্যা ক্রমশই বাড়ছে। কিন্তু এ রুটে এখন পর্যন্ত কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি। স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে।  

সিরাজগঞ্জ ট্র্যাফিক পুলিশের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, গাড়ির চাপ কিছুটা বাড়তে থাকলেও সিরাজগঞ্জের সব মহাসড়ক একদম স্বাভাবিক রয়েছে। আগামীকাল সোমবার (৮ এপ্রিল) পোশাক কারখানা ছুটি হলে চাপ কিছুটা বাড়তে পারে। সোমবার সকাল থেকেই ঝাঐল ওভার ব্রিজ ও হাটিকুমরুল গোলচত্বরে ড্রোন ক্যামেরা উড়ানো হবে। ড্রোন ক্যামেরার ভিডিও সরাসরি সিরাজগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেইজে লাইভ করা হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. আরিফুর রহমান মণ্ডল বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। পুরো জেলায় ৭০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও তদারকির জন্য সিনিয়র কর্মকর্তারও মহাসড়কেই অবস্থান করবেন।

এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৮৪টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।