ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা, নারী আটক 

পাবনা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
পাবনায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা, নারী আটক 

পাবনা: পরকীয়া প্রেমের জেরে পাবনার আতাইকুলা থানা এলাকায় আব্দুর রউফ (৫০) নামের এক ট্রাকচালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

আজ ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে আতাইকুলার জোরাদহ গ্রামে ওই ট্রাকচালককে পিটিয়ে হত্যা করা হয়।  

নিহত রউফ আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে।

নিহতের ছোট ভাই আইয়ুব আলী জানান, গতকাল সন্ধ্যা থেকে তার ভাইকে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। আজ সকালে মানুষের কাছ থেকে খবর পান জোয়ারদহ গ্রামের একটি লিচু বাগানে ভাইয়ের মরদেহ পড়ে আছে।  

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকীয়ার জেরে রউফকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এসএএইচ 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।