ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাদের ঈদ সড়কে-হাসপাতালে, তাদের নিয়ে ঈদ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
যাদের ঈদ সড়কে-হাসপাতালে, তাদের নিয়ে ঈদ উদযাপন

নারায়ণগঞ্জ: ঈদের ছুটিতে জেলায় সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের সদস্য ও হাসপাতালের নার্স রোগীদের নিয়ে ঈদ উদযাপন করছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সদস্যদের নিয়ে সড়কে ঘুরে ঘুরে ট্রাফিক পুলিশের সদস্য এবং হাসপাতালে গিয়ে রোগী ও নার্সদের ঈদ উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে ঈদ উদযাপন করেন।

সকালে টিম খোরশেদের সদস্যরা ঈদের নামাজ আদায় করেই ঈদ উপহার হিসেবে খাবার সামগ্রী ছুটেছেন তাদের কাছে। হাসপাতালের রোগী-নার্স ও সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের কাছে পেয়ে আনন্দিত হন। ঈদের এ আনন্দের দিনে সবাই পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদ করলেও তারা পরিবার পরিজনদের দূরে রেখে রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। এ ত্যাগকে সহমর্মিতা জানিয়ে তাদের পাশে এসেছে টিম খোরশেদের সদস্যরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও টিম খোরশেদের টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা সবাই ঈদে কেউ নাড়ির টানে বাড়ি যাই, পরিবারকে সময় দেই। সবাই আপনজনদের নিয়ে ঈদ করলেও সড়কে দায়িত্ব পালন করা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা, হাসপাতালে দায়িত্ব পালন করা নার্সরা আমাদের সেবায় নিজেদের ঈদকে মাটি করে দায়িত্ব পালন করছেন। এ ত্যাগকে যেন তারা মনে না করেন আমরা কেউ তাদের কথা ভাবি না, তাই তাদের নিয়ে এ ঈদ পরিকল্পনা। আমাদের উপহার ছিল সামান্য। তবে আমরা এ নিয়েই তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আমরা সব সময় দূর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর ঈদের দিনে নারায়ণগঞ্জের সরকারি দুইটি হাসপাতালে সকালে রোগীদের সঙ্গে সাক্ষাৎ করে কিছু উপহার দেই। তাছাড়া নার্স, ট্রাফিক পুলিশ যারা নারায়ণগঞ্জবাসীর উপকারের জন্য নিজেদের পরিবার পরিজন ছেড়ে আমাদের সেবায় নিয়োজিত থাকেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।