ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ঈদের পর ফাঁকা মাছ বাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
নারায়ণগঞ্জে ঈদের পর ফাঁকা মাছ বাজার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ঈদের দ্বিতীয় দিন বাজারে মাছের দাম তুলনামূলক কম। নেই ক্রেতাদের ভিড়।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে শহরের পাঁচ নম্বর মাছঘাট এলাকার পাইকারি মাছের আড়ৎ ও খুচরা বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও নেই ক্রেতা। ফলে মাছের দাম কিছুটা কম। বিক্রেতারা জানান, ঈদের সময় হওয়ায় বাজারে ক্রেতা একেবারেই কম। তাই মাছের দাম কিছুটা কম। দুয়েক দিন গেলে তা আবার স্বাভাবিক হয়ে যাবে।

বাজারে প্রতি কেজি তেলাপিয়া মাছ ১৬০ থেকে ১৮০ টাকা, বড় সাইজের রুই ও কাতলা ২২০ থেকে ২৫০ টাকা, বড় সাইজের গলদা চিংড়ি ৮০০ টাকা ও পাঙাশ আকৃতি ভেদে ১৫০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের মাছ বিক্রেতা হাদিউল ইসলাম বলেন, ঈদের সময় তাই বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। ক্রেতা আরও কম। তাই মাছের দাম আপাতত কম আছে।

বাজারে মাছ কিনতে আসা মিজানুর রহমান বলেন, আজ বাজার মোটামুটি ফাঁকা। মাছের দামও কিছুটা কম। তাই সপ্তাহের বাজার করে নিলাম।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।