ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

পহেলা বৈশাখ থেকে সৈয়দপুরে ৩ দিনের বইমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
পহেলা বৈশাখ থেকে সৈয়দপুরে ৩ দিনের বইমেলা

নীলফামারী: এবারই প্রথম নীলফামারীর সৈয়দপুরে পহেলা বৈশাখ থেকে তিনদিনের বইমেলা শুরু হচ্ছে। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হবে।

 

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে বিশিষ্ট কথাসাহিত্যিক আকমল সরকার রাজুকে আহ্বাযক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী জানান, সব ভেদাভেদ আর বৈষম্যের অবসান হোক, যাত্রা হোক নবযুগের, জয় হোক সত্যের। সকালে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পসাহিত্য সংসদের সহযোগিতায় মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রার সেরা অংশগ্রহণকারী ও সাজসজ্জাকারীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।