ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই চাচাতো ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই চাচাতো ভাই নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালিদ (১৭) ও তামিম (১৭) নামের দুই কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে সজিব (১৬) নামে আরেও একজন।

 

রোববার (১৪ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর মাঠে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত খালিদ ঝিনাইদহ জেলার বুড়া গ্রামের সেন্টুর ছেলে এবং তামিম একই এলাকার আরিফের ছেলে। নিহত ও আহতরা সম্পর্কে চাচাতো ভাই।

এলাকাবাসী জানায়, রোববার সকালে কৃষকরা মাঠে যাওয়ার পথে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর মাঠের রাস্তার পাশে একটি মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে তিনজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় পায়। পরে আহত একজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।