ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে মামার বিয়েতে এসে নদীতে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
কালিহাতীতে মামার বিয়েতে এসে নদীতে শিশু নিখোঁজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় মামার বিয়েতে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে আশিয়ান (১০) নামে এক শিশু।  

রোববার (১৪ এপ্রিল) দুপুরে সল্লা ঝিনাই নদীতে নতুন নির্মাণাধীন সেতুর নিচে নিখোঁজ হয় শিশুটি।

 

শিশু আশিয়ান ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে।  

স্থানীয় শাহিন হোসেন নামে এক ব্যক্তি বলেন, সল্লা এলাকার নাহিদ হোসেন নামে একজনের বিয়ে উপলক্ষে তার ভাগ্নি তাদের বাড়িতে আসে। দুপুরে তিন শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামলে ডুবে যায় তারা। পরে স্থানীয়রা দুজনকে তাৎক্ষণিক উদ্ধার করলেও আশিয়ান নামে শিশুটি নিখোঁজ রয়েছে।  

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক পাঠিয়েছি। উদ্ধার কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করা যাবে।  

বাংরাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।