ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে থ্রি হুইলার-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
গোপালগঞ্জে থ্রি হুইলার-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে থ্রি হুইলার ও মাটি বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম খলিফা (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হয়েছেন চার যাত্রী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ উপজেলার নিলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলাম টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী এলাকার তহম আলী খলিফার ছেলে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, থ্রি হুইলারটি টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রলির সঙ্গে থ্রি-হুইলারটির সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থ‌লেই নজরুল ইসলাম খলিফা মারা যান।  

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।