ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাসুরের বিরুদ্ধে গৃহবধূকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
ভাসুরের বিরুদ্ধে গৃহবধূকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে শারমিন বেগম (২৫) নামে এক গৃহবধূকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাসুরের বিরুদ্ধে।  

ওই গৃহবধূকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) গভীররাতে গোপালগঞ্জ সদর উপজেলার উরফি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

অ্যাসিড সন্ত্রাসের শিকার শারমিন বেগম জানান, তার বাবা হানিফ মুন্সীকে একটি মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান চাচাতো ভাসুর শাহীন মুন্সী। এ মামলা আদালতে গিয়ে দেখভাল করা নিয়ে তাকে (শারমিন) হুমকি দেওয়া হয়। বুধবার রাতে শ্বশুরবাড়ির একটি ঘরে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন শারমিন। গভীর রাতে চাচাতো ভাসুর শাহীন ও তার স্ত্রীসহ তিনজন ঘরে ঢুকে তাকে গালিগালাজ  ও মারধর করেন। একপর্যায়ে তারা তার গায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জীবিতোষ বিশ্বাস বলেন, অ্যাসিডে ওই নারীর দেহের ১০ ভাগ ঝলসে গেছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।