ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার সমেশপুর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মাহেন্দ্রের (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে ইমদাদ শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  নিহত ইমদাদ জেলা সদরের ঘোড়াদাহ এলাকার তারাজউদ্দিন শেখের ছেলে।  

আহতরা হলেন- আক্তারুজ্জামান রিমু, খন্দকার জিল্লুল হক সুমন, লাইজু বেগম ও ছিদ্দিক মাতুব্বর। আহতদের অধিকাংশের বাড়ি সালথা উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, ফরিদপুর থেকে সালথাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। মাহেন্দ্রটি ছিটকে গিয়ে রাস্তার পাশে একটি গাছে সঙ্গে আটকে যায় আর মাইক্রোবাসটি একটু ডোবায় পড়ে যায়। এ দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর ইমদাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আহতদের মধ্যে ছিদ্দিক মাতুব্বর নামে এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।  

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসচালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।