ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় এক যুবককে গলা কেটে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
কোটালীপাড়ায় এক যুবককে গলা কেটে হত্যা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অশোক মণ্ডল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

রোববার (২১ এপ্রিল) রাতে কোটালীপাড়া উপজেলার জাঠিয়া গ্রামে নিজ বাড়িতে হত্যার শিকার হন তিনি।

ওই যুবক একই উপজেলার জাঠিয়া গ্রামের মৃত কালাচাঁদ মণ্ডলের ছেলে।  

অশোকের মা উর্মিলা মণ্ডল বলেন, রাত ১০টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। সে সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মণ্ডল টিভি দেখছিল। এরপর হঠাৎ অসীমের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। তখন ঘরের বারান্দায় গলা কাটা অবস্থায় অশোককে ধরে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার জন্য ঘর থেকে বের হলে সে মারা যায়।  

তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচাঁদ মণ্ডল বলেন, অশোক সম্পর্কে আমার চাচাতো ভাই। সে একজন সহজ সরল মানুষ ছিল। আমার জানা মতে তার কোনো শক্র নেই।  

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, এ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছি। আশা করছি, শিগগিরই আমরা এ হত্যার প্রকৃত কারণ উদঘাটন করতে পারব।  

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা,  এপ্রিল ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।