ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১ 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেছে যাত্রীবাহী বাসের ছাদ। এ ঘটনায় আল শামীম (২৪) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

এতে আহত হয়েছেন বাসটির আরও সাত যাত্রী।  

সোমবার (২২ এপ্রিল) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল শামীম পাবনা জেলার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।  

হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, সি-লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে টেটিয়ারকান্দি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে বাসের ছাদটি উড়ে যায়। এ ঘটনায় আহত হন বাসের আট যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল শামীম। অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।