নগর কীর্তনের মধ্য দিয়ে শিখ ধর্মের অন্যতম উৎসব ৩২৫তম 'খালসা সাজনা উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটায় বাংলাদেশের গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানক শাহী থেকে নগরকীর্তনের শুরু হয়।
এটি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, জগন্নাথ হল ও ফুলার রোড হয়ে পুনরায় গুরুদুয়ারায় এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সকল গুরুদুয়ারার পৃষ্ঠপোষক ও পাঞ্জাব থেকে আগত গুরু শ্রীমান সান্তা বাবা সুখা সিং জি।
সরেজমিনে দেখা যায়, নগরকীর্তনের জন্য একটি পিকআপকে ফুল দিয়ে সাজানো হয়েছে। সেখানে শিখদের ধর্মীয় গ্রন্থকে বিশেষ মর্যাদায় স্থাপন করা হয়েছে। এই গ্রন্থের বাণী কীর্তনে পাঠ করা হয়। অনুষ্ঠানে ভারত থেকে আগত শিখ ধর্মের অনেক ভক্ত যোগ দিয়েছেন।
বাংলাদেশের গুরুদুয়ারার নির্বাহী সদস্য কে এম রয় বাংলানিউজকে বলেন, শিখ ধর্মের দশম গুরু শ্রী গুরু গোবিন্দ সিং খালসা পন্থের প্রতিষ্ঠা করেন। শিখ ধর্মের স্বতন্ত্র পোশাকের ধারণা মূলত তখন থেকে চালু হয়েছে।
তিনি বলেন, খালসা পান্থের কিছু নির্দিষ্ট কোড অব কন্ডাক্ট আছে। যেগুলোর দ্বারা একজন শিখকে একহাজর মানুষের মধ্যে আলাদা করে চেনা যাবে। তিনি এই অনুষ্ঠানটি ১৬৯৯ সালে বৈশাখ মাসে চালু করেছেন বলে এখনো বৈশাখ মাসেই এটি আয়োজিত হয়।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এমএম