ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনা যুবলীগ সভাপতির ছাতা পেয়ে নৌকার মাঝিরা খুশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
খুলনা যুবলীগ সভাপতির ছাতা পেয়ে নৌকার মাঝিরা খুশি

খুলনা: তীব্র গরমে খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের ছাতা পেয়ে খুশি রূপসা নদী ও ভৈরব নদের বিভিন্ন ঘাটের নৌকার মাঝিরা।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রূপসা, জেলখানা ও কালিবাড়ি ঘাটে প্রায় ২০০ মাঝিদের ছাতা দেন সফিকুর রহমান পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আইয়ুর মল্লিক বাবুসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

রূপসা ঘাট মাঝি সংঘের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, মহানগর যুবলীগের সভাপতির ছাতা পেয়ে আমরা মাঝিরা অনেক খুশি হয়েছি। আমাদের এখন আর রোদ বৃষ্টিতে কষ্ট করতে হবে না।

সফিকুর রহমান পলাশ বাংলানিউজকে বলেন, অতিরিক্ত গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন কর্মজীবী মানুষজন। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মাঝিরা সকাল থেকে রাত অবদি মানুষ পারাপার করেন। নিজ দায়িত্ব থেকেই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে খেয়া পারাপার করেন। তাদের কষ্টের কথা উপলব্ধি করে ব্যক্তিগত উদ্যোগে ২ শত মাঝিকে ছাতা উপহার দেওয়া হয়েছে। বিভিন্ন খেয়া ঘাটে ছাতা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।