ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে স্বর্ণের ১৬ বারসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
জয়পুরহাটে স্বর্ণের ১৬ বারসহ পাচারকারী আটক স্বর্ণের ১৬ বারসহ আটক মিনহাজুল ইসলাম

জয়পুরহাট: ভারতে পাচারের সময় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা সীমান্ত থেকে স্বর্ণের ১৬টি বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বারগুলোর ওজন ১ কেজি ৬৫০ গ্রাম।

 

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট-২০ বিজিবি।  

জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮২৫ টাকা।  আটক মিনহাজুল পাঁচবিবির পশ্চিম উচনা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে পাঁচবিবির উচনা সীমান্ত এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় স্বর্ণের ১৬টি বারসহ (১ কেজি ৬৫০ গ্রাম) চোরাকারবারি মিনহাজুলকে আটক করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।