ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে পাহাড়ি শ্রমিক বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

 

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।  

হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সড়কের কাজ শেষে করে শ্রমিক বহনকারী ট্রাকটি মূল স্টেশনে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অনেকে মারা যান এবং আহত হয় আরও অনেকে। পরে বিস্তারিত জানানো হবে।

বিস্তারিত আসছে...

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪/আপডেট: ২০৩০ ঘণ্টা
এসআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।