ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক (৪৫) বছর।
বৃহস্পতিবার (২৫এপ্রিল) সকাল সারে ১০টার দিকে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, সকালে লোক মারফত খবর পেয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, সকাল ৯টার দিকে ওই ব্যক্তি রিকশা চালিয়ে এসে ব্যাংকের সামনে বসে পরে। এরপর পেট ধরে সেখানেই শুয়ে পরে। ধারণা করা হচ্ছে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এজেডএস/এমএম