ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে রাজমোহন দাস (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজমোহন দাস সাতক্ষীরার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের প্রভাত কুমার দাসের ছেলে।  

পুলিশ জানায়, রাজমোহন দাস মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরা বাইপাস সড়কের পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।