ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হিলিতে ভটভটির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
হিলিতে ভটভটির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত  প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমার ছেলে ধীমান কুমার ঘোষ (৩০) ও একই উপজেলার দাউদপুর এলাকার আনারুলের ছেলে আরিফ হোসেন (৩৫)।  

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে হিলি থেকে দুই বন্ধু বিরামপুর যাবার পথে হাকিমপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার শেষ সীমানায় ঘটনাস্থলে এলে গরুবাহী একটি ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।  

হাকিমপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবরে ঘটনাস্থল থেকে গরুবাহী ভটভটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।