ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভুঞ‌াপু‌রে হিট ‌স্ট্রো‌কে আক্রান্ত হয়ে হাসপাতা‌লে শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
ভুঞ‌াপু‌রে হিট ‌স্ট্রো‌কে আক্রান্ত হয়ে হাসপাতা‌লে শিক্ষার্থী

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞ‌াপু‌রে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী হিট ‌স্ট্রো‌কে আক্রান্ত হ‌য়েছে।  সোমবার (২৯ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার ফলদা শ‌রিফু‌ন্নেছা বা‌লিকা উচ্চ‌ বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী ফারজানা আক্তার মিরা অসুস্থ হ‌য়ে প‌ড়ে।

প‌রে ওই বিদ‌্যাল‌য়েই প্রাথ‌মিক চি‌কিৎসা দিয়ে তা‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায় স্কুল কর্তৃপক্ষ।  

ফলদা শ‌রিফু‌ন্নেছা বা‌লিকা উচ্চ‌ বিদ‌্যাল‌য়ের শিক্ষকরা জানান, স্কুল বির‌তি চলাকালীন হঠাৎ ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর প্রচণ্ড গর‌মে শ্বাসকষ্ট শুরু হয়। প‌রে ওই ক্লাসের শিক্ষার্থীরা শিক্ষক‌দের জানা‌নোর পর তা‌কে অফিস রু‌মে নি‌য়ে যাওয়ার পর প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়। প‌রে স্থানীয় চি‌কি‌ৎস‌কের পরাম‌র্শে ওই ছাত্রী‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়া হয়।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অফিসার ডা. সৃ‌ষ্টি তনুকা ব‌লেন, ওই শিক্ষার্থীর প্রচণ্ড শ্বাসকষ্ট হ‌চ্ছে। প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন‌্য তাকে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে রেফার্ড করা হ‌য়ে‌ছে।  

ফলদা শ‌রিফু‌ন্নেছা বা‌লিকা উচ্চ‌ বিদ‌্যাল‌য়ের প্রধান স‌ন্তোষ কুমার দত্ত ব‌লেন, প্রচণ্ড তাপদা‌হের কার‌ণে ওই শিক্ষার্থী অসুস্থ হ‌য়ে প‌ড়েছে। এতে তার শ্বাসকষ্ট শুরু হয়।  স্থানীয় চি‌কিৎসক‌দের দি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়। প‌রে ওই শিক্ষার্থী‌কে শিক্ষক‌দের সঙ্গে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে। প‌রে সেখান থে‌কে তাকে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠি‌য়ে‌ছে চি‌কিৎসক।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।