ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্বর্ণালঙ্কার চুরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
স্বর্ণালঙ্কার চুরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর থেকে স্বর্ণালঙ্কারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।  

সোমবার (২৯ এপ্রিল) কেরানীগঞ্জ ও কুমিল্লার চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের চেইন, গলানো স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, চুরি কাজে ব্যবহৃত হাতুড়ি, লোহার রড ও হ্যাক্সো ব্লেড উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ইলিয়াস ও মো. শাহাদাৎ হোসেন মানিক।

ডিএমপির লালবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মো. ইমরান হোসেন মোল্লা জানান, গত ২২ এপ্রিল রাতে কামরাঙ্গীরচর থানার সিরাজনগর তারকাটা গলির একটি খালি বাসা থেকে অজ্ঞাতনামা চোরেরা এক ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালঙ্কার, মাটির ও প্লাস্টিকের ব্যাংক থেকে আনুমানিক ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পরপরই কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটে অভিযান চালিয়ে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াসের দেওয়া তথ্য মতে, কুমিল্লার চান্দিনা থানা এলাকা থেকে শাহাদাৎকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।