কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. এনামুল হক।
শিশুরা হলো- উপজেলার কালারাইয়া গ্রামের কাজী তানভীর মিয়ার ছেলে কাজী ইয়াছিন আরাফাত (৩) ও একই এলাকার মিদন মিয়ার মেয়ে রোজা মনি(৩)।
ইয়াছিনের বাবা কাজী তানভীর মিয়া বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমার চাচাতো বোন রোজা মনি ও আমার ছেলে ইয়াছিন বাড়ির পিছনে পুকুর পাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর তাদের দুজনকে কোথাও না দেখে চারদিকে খুঁজতে থাকি। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখি। উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. এনামুল হক বলেন, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর শুনেছি। তাদের আমাদের হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। পরে অভিভাবকরা শিশুদের মরদেহ নিয়ে যায়।
প্রসঙ্গত, এ নিয়ে চারদিনের ব্যবধানে কুমিল্লায় পানিতে ডুবে ১১ শিশুর মৃত্যু হলো।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
আরএ