ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
ধনবাড়ীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুইজনের ফাইল ফটো

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে নিহত দুইজন অটোরিকশার যাত্রী ছিলেন।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।