ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, মে ২, ২০২৪
ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২ মে) বিকেলে উপজেলার কেল্লাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত উজ্জ্বল নয়ানখাল দোলাপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বল তার ছোট ভাইয়ের বিয়ের বাজার করার উদ্দেশে মোটরসাইকেল চালিয়ে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে তিনি পড়ে যান। এ সময় ট্রাক্টরচাপায় গুরুতর আহত হন উজ্জ্বল। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।