রাঙামাটি: পাহাড় ধসের ঘটনায় দীর্ঘ ৮ ঘণ্টা পর অবশেষে সারা দেশের সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার যোগাযোগ সচল হয়েছে। শুরু হয়েছে যান চলাচল।
শুক্রবার (৩ মে) দুপুরের দিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২ মে) রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ির মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। এতে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পাহাড় ধসের পর থেকে সড়ক থেকে মাটি সরানোর জন্য সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কাজ শুরু করেছিল। পরে সকাল থেকে সেনাবাহিনীর সঙ্গে ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপথের (সওজ) কর্তৃপক্ষও যোগ দেয়।
** বাঘাইছড়িতে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বন্ধ
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৩, ২০২৪
এসআরএস